Camtasia studio = এ সফ্টওয়্যার দিয়ে আপনি স্ক্রীনরেকর্ড এবং এডিটের কাজ সেরে নিতে পারবেন।
বর্তমানেআমি এবং আমার পরিচিত অনেক প্রফেশনালরা এটাই ব্যাবহার করেন।
ইনষ্টল করা নিয়ম: প্রথমে ডাউনলোড করে নিবেন তারপর win zip সফ্টওয়্যার দ্বারা exted করে নিবেন, তারপর ইনষ্টল দিবেন, তবে ইনষ্টল দেওয়ার সময় আপনার net connection চালু রাখতে হবে, এবং এটা একটু সময় নিয়ে ইনষ্টল হয় তাই সময় নিয়ে ইনষ্টল করবেন।
বর্তমানেআমি এবং আমার পরিচিত অনেক প্রফেশনালরা এটাই ব্যাবহার করেন।
ইনষ্টল করা নিয়ম: প্রথমে ডাউনলোড করে নিবেন তারপর win zip সফ্টওয়্যার দ্বারা exted করে নিবেন, তারপর ইনষ্টল দিবেন, তবে ইনষ্টল দেওয়ার সময় আপনার net connection চালু রাখতে হবে, এবং এটা একটু সময় নিয়ে ইনষ্টল হয় তাই সময় নিয়ে ইনষ্টল করবেন।
কি ভাবে সারা জীনব Camtasia ফ্রী ব্যাবহার করবেনঃ ইনষ্টল
করার পর আপনারা Free Trial ক্লিক করে ৩০ দিন ব্যবহার করতে পারবেন, ৩০ দিন
পরে নিছের কাজটি করলে আপনি আরো ৩০ দিন ব্যবহার করতে পারবেন, এভাবে ৩০ দিন
পর পর এপলাই করবেন।
প্রথমে
আপনার কম্পিউটার এর STRAT বার এ ক্লিক করেন, Search এর খালি ঘরে RUN লিখে
Search দিন, তার পর RUN লিখা যে পাইল টা আসবে, ও টা তে ক্লিক করেন, এভার
আবার খালি ঘরটাতে REGEDIT লিখে Search দেন, আভার কি বোর্ড থেকে CTRL+ F
চাপেন, আবার লিখেন DROMJMFILE তার পর ENTER চাপেন, এভার DROMJMFILE নামে যে
পাইলটা আসছে ও টা ডিলিট করে দেন,
এখন আপনার ডেস্কটপে Camtasia studio সফ্টওয়্যার এর যে
আইকন আছে ও টা সিলেক্ট করেন, এবং মাউজ এর ডাইন ভাটনে ক্লিক করে ও Run
as administrator এ ক্লিক করেন, এভার ও টা অপেন করেন দেখবেন আবার ৩০ দিন এর
হয়ে গেছে, এভাবে আপনি অনেক দিন ব্যাবহার করতে পারেন |
আবার ৩০ দিন শেষে সফ্টওয়্যার অপেন করার সময় যদি কি চায় তাহলে net connection অপ করে এখন থেকে যে কোন একটা কি কপি করে পেষ্ট করে দিলে হবে, তবে নেম এর ঘরে যে কোন একটা নাম লিখতে হতে।
CAMTASIA KEYS:
CD2AA-QzBHD-C3KJL-E9HRV-Q797c
CCNAM-YTC5C-YVDPC-CCHMC-FRD4C
CNAZC-3CFWC-CJHHM-MW2AM-H4RF8
SKJ5C-5HSCF-CNWCC-CAPKG-CDMA3
ZCCCZ-TAAWC-CTNAM-ZPTMW-HMD2D
7QCCX-DBMAA-CJUCC-ACDLC-HB3ME
2FCMY-BCKCA-CHKCD-ZPEZC-PB5BB
CCXBM-7AJCC-C8X5D-CDC5P-X2FR5
MYCKZ-YCVM2-B7MCC-CDMXC-T7C43
4CMYC-JKCM4-CVK5D-AGGHD-Z36D8
CCCHS-QCFCC-5CACK-DHH45-FCME2
MYCKC-GCDMK-MQ5CC-5YWHD-H2MD8
NAZCC-3CCCC-H3BMX-D4ACD-X7C6C
HL5CM-5YCKC-CQDDC-5C9K3-Z87C7
2WCMY-DCDFC-CA3CH-CR5FC-L6M2R
YCK3C-ECDCC-CCHHC-RWBC2-C3R36
HCCD4-4CBCM-BYCK2-CC5W5-MFC4B
পৌষ্ট টি ভালো লাগলে লাইক কমেন্ট ও করার জন্য অনুরুধ রইলো।