হারিয়ে যাওয়া মানুষদের আমি খুঁজে বেড়াই ।
তারা হারিয়ে যায়, কখনো ইচ্ছেয় কখনো অনিচ্ছায়
। কখনোবা নিজেকে গুটিয়ে নেয় কিংবা খোলসে আবৃত
করে রাখে সুনিপুণ ভাবে ।
কেউ হয়তো ভদ্রতার খাতিরে একদিন
জানতে চেয়েছিল, কেমন আছো ?
আমি তাকে খুঁজে ফিরি ।
মনের গহীন কোনে লুকিয়ে থাকা মানুষটা,
যে হয়তো কোন একসময় আগলে রাখতো গভীর
মমতায়,
কালের বিবর্তনে যে আজ বহুদুর, আমি তাকেও
খুঁজে ফিরি ।
কোন এক নিঃসঙ্গ সকালে কেউ
হয়তো ঠাট্টাচ্ছলে বলেছিল, হাই...কি অবস্থা ?
তারপর হয়তো তার ভেতর ডুবে ছিলাম অনেকটা সময়,
আমি তাকেও খুঁজে ফিরি ।
ব্যস্ত সড়কে ভিড়ের মধ্যেই হঠাৎ কেউ
থামিয়ে বলল- আরে কতদিন পর, কি খবর ? কেমন
আছিস ? তারপর বহুকাল আর তার দেখা নেই,
আমি তাকেও খুঁজে ফিরি।
আমি খুঁজে ফিরি সেই অবুঝ প্রেমিককে,
যে আমাকে বোঝার আগেই বলেছিল"ভালোবাসি",
হয়তো পাত্তা দেইনি কিংবা ছোটবেলার
দুষ্টুমি ভেবে এড়িয়ে গেছি স'যতনে।
কৈশোরের সেই অবুঝ ভালোলাগার
দিনগুলোকে আমি খুঁজে ফিরি, খুঁজে ফিরি সময় গুলো।
বন্ধুদের সাথে কাটানো কতশত বিনিদ্র রাত,
জানি সেগুলো আর ফিরে আসবে না তবু
আমি হাতড়ে বেড়াই সেই স্মৃতিগুলো ।
আমি খুঁজে ফিরি বন্ধুত্তের
দাবি নিয়ে কাছে আসা সেই মানুষগুলোকে,
হয়তো একদিন ঘোরের মধ্যেই বলেছিল,"পাশে থাকব
চিরকাল"কিংবা চেয়েছিল বন্ধুত্তের
চেয়ে বেশি কিছু, হয়তো প্রত্যাশিত চাওয়া পুরন
হয়নি তাই হারিয়ে গেছে বহুদুর ।
আমি খুঁজে ফিরি শৈশবের ভালোলাগা সেই হাত,
যে হাতে হাত রেখে একদিন বলেছিল"কোনদিন
ছেড়ে যাবোনা"
আমি প্রবল বিশ্বাসে সেই হাত আঁকড়ে ধরেছিলাম,
তার হয়তো মনেই নেই সেদিনের সেই কথা, তবু
আমি তাকে খুঁজে ফিরি।
হৃদয় হাতড়ে আমি সবকিছু খুঁজে বেড়াই, শুধু
তোমাকে ছাড়া...হাতে হাত রেখে যে সবসময় পাশে
থাকে তাকে খুঁজতে নেই...!
Search Box Example 1
!doctype>
Monday, July 18, 2016
হারিয়ে যাওয়া মানুষ !
এই মেঘ রৌদছায়া
❝যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না।
কিন্তু ভালোবাসার মানুষরা সবাই চোখের আড়ালে চলে যায়।❞
●●► হুমায়ূন আহমেদ ~ এই মেঘ, রৌদ্রছায়া
Subscribe to:
Comments (Atom)